The 24 Hour Readathon Challenge কি!!
24 Hour Readathon Challenge হল বই নিয়ে চ্যালেঞ্জ। আপনি কিছু বই নিবার্চন করবেন এবং ২৪ ঘন্টার মধ্যে সেই বই গুলি পড়ে শেষ করবেন। এই চ্যালেঞ্জ নিয়ে আপনি YouTube অনেক ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবের ভিডিও থেকে অনুপ্রানিত হয়ে আমিও ২০২১ সালে এই চ্যালেঞ্জটা নেই ও এই জার্নিটার ভিডিও করি। যা এখনো ইউটিউবে আছে।
আমি আমার 24 Hour Readathon Challenge এ ৫ টি বই শেষ করার চ্যালেঞ্জ নেই। ৩ ঘন্টা বেশি টাইম লাগে বই গুলি শেষ করতে।
বই এর তালিকা
- ১। গোল মেলে তাকদির
- ২। একটি মজার তাফসীর বলি
- ৩। এফিটাফ
- ৪। নফসের বিরুদ্ধে লড়াই
- ৫। তারা ঝলমল
এই চ্যালেঞ্জের ভালো দিক
- আপনার ফোকাস পারবে।
- শক্তশালী মাইনসেট তৈরি হবে।
- বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে।
- লংটাইম বই পড়ার অভ্যাস হবে।
- চ্যালেঞ্জ শেষে খুব ভালো অনুভুতি হবে।
এই চ্যালেঞ্জের মন্দ দিক
- যেহেতু একটার পর একটা বই পড়বেন, সেক্ষেত্রে সময় নিয়ে বই পড়ার মজা পাবেন না।
- অনেক ইনফরমেশন থাকে এমন বই পড়লে ওগুলিভুলে যাবেন।
- তাড়াহুড়া করে পড়ার কারণে অনেক পেজ ভালো ভাবে পড়া হবে না।
- এই চ্যালেঞ্জের পর অনেক দিন বই পড়া নাও হতে পারে।
মন্তব্য
এই চ্যালেঞ্জ নেওয়ার সময় অবশ্যই বই নির্বাচন খুব গুরুত্বপূর্ন। আমার বই নিবার্চন ঠিক ছিল না। সব একই ক্যাটাগরীর বই ছিল। আগে পড়া হয়েছে এমন বইও নেওয়া যেতে পারে। আত্মউন্নয়ন বই একটা বেশি না নেওয়া এবং ছোট ছোট গ্লল্পের বই নেওয়া। বইয়ের সংখ্যা বেশি না হওয়াই ভালো, এর চেয়ে ২ -৩ বই নেওয়া ভালো যাদের পেজের সংখ্যা বেশি। তারপর যেই বই পড়েন নাই কেন আপনার ব্রেনের ভালো একটা ব্যায়াম হবে। বই নিয়ে আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল, যেটা আরো কঠিন ছিল।










