The 24 Hour Readathon Challenge!! নেওয়ার পর আমি ২০২১ সালেই আরেকটা চ্যালেঞ্জ নেওয়া হয় টানা নয় ঘন্টা বই পড়ার চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জটাও YouTube থেকে অনুপ্রানিত হয়ে নেওয়া। এই চ্যালেঞ্জে আমি আমার ৯ ঘন্টা পড়ার ব্যাপারটা লাইভ রাখি। টানা ৯ ঘন্টা বলতে এইরকম না যে আমি বিরতি নেইনি। আমি বিরতি নিয়েছি।
আমার বইয়ের তালিকায় ছিলঃ
১. আল্লাহর প্রতি সুধারণা
২. স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন
৩.অলসতার বিরুদ্ধে যুদ্ধ
৪. রুকইয়াহ
এই চ্যালেঞ্জে থেকে সেটা অনুভুব করেছি আপনার মাইনসেট যদি শক্তিশালী হয় তাহলে ওটা আপনার জন্য সহজ হয়ে যায়। কিন্তু মাইনকে ট্রেইন করানো টাও ব্যায়াম করার মতো। একদিন করে ফেললে তা হয় না, আসতে আসতে করতে হয়। যেমন এই চ্যালেঞ্জের পর কিন্তু আর এটা চালিয়ে যাওয়া হয়নি, আর করাও হয়নি। মাসে একবার করতে পারলে ও খুব ভালো হত, আর নয় ঘন্টার জায়গায় ৩-৪ ঘন্টা করা যেতো।
এই সময়টা বই পড়াকে একটা হ্যাবিটে করে ফেলেছিলাম। বই না পড়লে ভালো লাগতো না। কিন্তু জব লাইফের পর থেকে এটা আবার হারিয়ে যায়। এটার কয়টা কারণ ও আছে, যেমন আমাদের দেশের অফিস টাইম ৯ ঘন্টা, আসা যাওয়া মিলে আরো ২ ঘন্টা। মোট কথা ১২ ঘন্টা নাই, এরপর বাসায় এসে শুধু আরাম করতে ইচ্ছা করে।
তারপর চাইলে এর মাঝেও বই পড়া যায়। অনেকদিন বই পড়ার কথা মনে পরে গেলো, আবার নতুন করে শুরু করবো ইনশা-আল্লাহ। আপনি একদিন এইরকম কিছু করে দেখুন, আশা করি মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে।










