আমি উপরের প্রশ্নটি গুগুলকে জিজ্ঞাস করি। কিন্তু মনে মত ভাল সুন্দর লেখা পেলাম না।
এটা মনে হয় ঠিক আছে
শুধুমাত্র নিজের সুবিধার চিন্তা করার গুণ
যদিও অনেকে মতে ব্যাপারটা আপেক্ষিক। আমার নিজের দৃষ্টিকোন থেকে মনে হয়ঃ স্বার্থপরতা হলে আপনার নিজের পক্ষে সম্ভব হলেও আপনি ত্যাগ শিকার না করা, নিজেকে সবসময় গুরুত্ব দেওয়া। একটা উদাহরন দিলে জিনিস সহজ হয়, একদম আমার বাস্তব অভিজ্ঞা থেকে। ২টা অভিজ্ঞতা শেয়ার করব।
আমার এক ফ্রেন্ডের দরকারে কয়েকবার আমি তার সাথে তার কাজে যায়, যদিও অনেক সময় যাওয়ার ইচ্ছা ছিল না। তারপর আমি তার সাথে গেয়েছি। এখন আমার একটা দরকারে তাকে আসতে বলাম কিন্তু সে শুধুমাত্র সকালে ঘুমাবে বলে আসবে না। এখানে নিজের ঘুমের চিন্তা আগে করেছে, এটা একটা ছোট ব্যাপার কিন্তু ঘটনাটা বার বার ঘটে, সে আগে নিজের কথা চিন্তা করে, তারপর সিদ্ধান্ত নেয়। আমি আগে ভাবতাম সে হয়ত না বুঝে করছে, আমি ত এমন জোর দিয়ে বলি নাই। অনেকদিন পর ব্যাপারেটা পরিষ্কার হতে চাইলাম। তাই তাকে সরাসরি জিজ্ঞাস করলাম ব্যাপারটা সম্পর্কে, সে সুন্দর করে বলল যে সে আসলে চিন্তাভাবে করে কোনটায় গুরুত্ব দিবে সে সিধান্ত নেয়। তার দৃষ্টিকোন থেকে অবশ্যই সঠিক বা সফল হবে, কিন্তু এই একি জিনিস যদি সবাই তার সাথে করে তবে হয়ত সে বুঝতে পারবে যে এটা আসলে অনেক গুরুতর স্বার্থপরতার পর্যায় পরে। কারণ তুমি ছোট ছোট ব্যাপারে নিজের সার্থের কথা চিন্তা করছ কিন্তু বন্ধুকে গুরুত্ব দিচ্ছ না।
আরেকটা একদম সহজ উদাহরন দেয়। ভার্সিটির একটা ক্লাসমেট আমাকে দিয়ে নীলক্ষত থেকে বই কিনায়, এখন আমি আমার সময়ের কথা চিন্তা করলে তাকে না করে দিতে পারতাম। কিন্তু আমি তার উপকার করতে চেয়েছি হয়ত উপরের বন্ধু হলে করত না কারণ সে ত শুধু ক্লাসমেট।
এখনকার সময় আমরা বেশিভাগ মানুষই স্বার্থপর কারণ আমি দেখছি সবাইকে শিখাতে সফলতা হলে অবশ্যই অন্যের চিন্তা বাদ দিতে হবে। এটা ১০০% সঠিক এভাবেই মানুষ এখন সফল হচ্ছে কিন্তু ভালো সম্পর্ক গড়ে তুলতে পারছে না।
আমি জানি এটাও খারাপ যে নিজের কাজ বাদ দিয়ে শুধু অন্যের চিন্তা করে লাভ নাই। কিন্তু গুরুত্বের ব্যপারা বা যে তোমার জন্য তার সময় ব্যয় করেছে তা যদি তুমি দাম না দাও তাহলে তুমি আসলে স্বার্থপর এতে কোন সন্দেহ নেই। কিছু সুন্দর মূহুর্ত বার বার আসে না।
আরেকটা বিষয় হচ্ছে কেউ শিকার করতে চায় না যে সে স্বার্থপর। নিরসার্থভাবে উপকার করার লোকের ভালই অভাব। মানুষ সহজেই উপকারের কথা ভুলে যায়। এক ক্লাসমেটকে কয়েকবার টাকা ধার দেওয়া হয়েছিল। কিছুদিন আগে সেই ক্লাসমেটের সাথেই এমনি দেখা করতে চেয়েছিলাম কিন্তু ২-৩ দিন ডেট পরিবর্তন করেও পরে আর দেখা করা যায় নি।
মাঝে মাঝে আমি চিন্তা করি স্বার্থপর হব কিন্তু হতে পারি না। কিন্তু একটা ব্যাপার এখন করতে চেষ্টা করি কাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত সেটা ভাবা।
আমার প্রশ্ন হল একজন মানুষকে কিভাবে বোঝানো যায় যে তার কাজগুলি স্বার্থপরতা মধ্যে পড়ে ??










