২০২২ সালে জানুয়ারীতে কোর্স শুরু করেছিলাম। ৩.৫ মাসের কোর্স হলেও ঈদের ছুটি ও আরো কিছু কারণে প্রায় ৬ মাসের মতো লেগে যায়। প্রতিদিনই ২ টা করে ভিডিও আপলোড করা হতো, এই কোর্সটিতে সর্বমোট মনে হয় ৪০০+ ভিডিও ছিল। আমার কোর্সে মনে হয় ১০০০-১২০০ জন ছিল।
এই কোর্সের ভালো দিকগুলি
আপনি যদি আমার মত অলস হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার অলসতা দূর করবে। ঝংকার ভাইয়ের পড়ানোর স্টাইল আলাদা, প্রতি ভিডিওতে কিছু না কিছু মটিভেশন কথা পাবেন। লিস্ট দেখা নেওয়া যাক কোন জিনিসগুলি আমার ভালো লেগেছে
- ওয়েভসাইটের ড্যাশবোর্ড অসাধারন ছিল
- হেপ্ল ডেস্ক ছিল
- রেকর্ড করা ভিডিও হলে ওটা কোর্সের সময়কালেই করা হয়
- আপনার একটা সুন্দর পোর্ট-ফোলিও হবে ( the best one)
- নিজেকে যাতে পুশ করতে পারেন সেই জন্য Excercise দেওয়া হবে ( Short Time)
- জব খোঁজার জন্য বিষয়গুলি গোছিয়ে দিবে
- কোর্স শেষে ভাইভা নিবে
- একদম নতুনদের জন্য পার্ফেক্ট কোর্স
- গিটহাবে শিখা হবে
- সিভি ও Linkedin Profile রেডি হয়ে যাবে
- আমার মত ইন্টোভার্ট না হলে একটা ভালো কমিনিটি পেয়ে যাবেন।
- মূল কথা হচ্ছে এই কোর্সে নর্মাল কোর্সের বাইরেও অনেক কিছু করা হয়।
- ব্লেক ব্যাল্ট অর্জনকারীর জন্য বিশেষ কোর্স

মন্দ দিক
এই সমস্যাগুলি এখন নাও থাকতে পারে। কারণ আমি বলছি ২০২২ সালের কথা।
- Course React হলেও ওটা খুব অল্প সময় থাকে কারণ বেশিভাগ সময় HTML, CSS, JS, BOOTSTRAP etc চলে যায়
- আসাইমেন্টগুলি ভিডিওতে যা শিখা হয় তার মধ্যেই দেওয়া হয়
- সবাই এক সাথে জবে আপ্পাই করবেন ও সিভি একই রকম হওয়ার কারনে ইন্টারভিউ এ কল পাবেন না
- সহজে Black Belt পাওয়া যায় ( হয়তো মটিভেশনের জন্য)
- দুই ধরনের কোর্স শুরুতেই থাকা উচিত, ( Begineer ও Advance)
- Front-end বেশি সময় দেওয়া হয়
- একদম শেষে ভাইবা নেওয়া হয়, শুরু ১-২ মাস পর নিলে ভালো
- ছাত্র-ছাত্রী সংখ্যা কমানো গেলে ভালো
- এক ধরণের প্রজেক্ট সবার হয়ে যায়।
উপসংহার
যদি টাকা সমস্যা না থাকে আর হাতে সময় থাকে তাহলে করে ফেলেন। কিন্তু যদি Advance কিছু শিখতে চান তাহলে না করাই ভালো। কোর্সে শেষে আপনি Advance Course পাবেন। আগের কোর্সের ভিডিও দেখা বেশি একটা লাভ হবে না কারণ রিয়েল টাইমে শিখলে অনেক দ্রুত শিখতে পারবেন। কোর্সের পর নিজে থেকে অনেক কিছু শিখে নিতে হবে। যেহেতু আপনি React উপর ইন্টারভিউ দেবেন, এই কোর্স থেকে শিখা ENOUGH না।
কোর্সে পরে নিজে নিজে প্রজেক্ট না করলে শিখা হবে না, যেটা আমার হয়েছে। কোর্স শেষ করার আর নিজে নিজে আগাতে পারিনি। ৩-৪ টা ইন্টারভিউ দিয়ে বুঝতে পেরেছি অনেক কিছু শিখা হয়নি। কিন্তু কোর্সটা গোছানোর কারনে অনেক তথ্য ও কোডিং আগ্রহ প্রতি আগ্রহ যাচাই করা গেছে।










