কিছুক্ষন পর সন্ধ্যা হয়ে যাবে। জামান সাহেব বারান্দায় বসে আছেন। সবে মাত্র কয়দিন হলো তিনি রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করার অনেকদিন আগে থেকেই উনি অনেক প্ল্যান করেছিলেন সাথে একটা লিস্ট তার মধ্যে আছে স্কুল, কলেজ ভার্সিটি লাইফের বন্ধুদের সাথে দেখা করা গ্রামে গিয়ে অনেকদিন থাকা প্রতি সপ্তাহে ঘুড়তে যাওয়া আরো কত কি। কিন্তু কিছুই করা হচ্ছে না।
হঠাৎ করে উনার কেমন জানি খুব একা লাগছে যদিও ওনার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। দুই মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন। দুই ছেলে ও এখন চাকরীতে আছে।
অফিস থেকে অনেক জনই এই কয়দিন কল দিয়ে উনার খোঁজ খবর নিয়েছেন।
অনেক বছর পর তিনি আজ খুব গভীরভাবে ভাবছেন।
মনে মনে ভাবতে লাগলেন “না, অনেক হয়েছে। এবার লিস্টে থাকা আমার কাজগুলি শুরু করতেই হবে।”
ভিতর থেকে জামান সাহেবের বউ ডাকছে। “কল আসছে, কল আসছে”।
ভিতরের গিয়ে কল ধরলেন। অফিস থেকে বুলবুল সাহবে কল করেছেন। উনার জন্য সুখবর আছে। বুলবুল সাহেব সাথে কথা বলে জানতে পারলেন অফিসে একটা প্রজেক্টে কাজ করা অফার রয়েছে। সেটা শুধুমাত্র ৬ মাসের জন্য।জামান সাহেব আবার চিন্তায় পরে গেল। মসজিদ থেকে মাগরিবের আজান হচ্ছে।নামাজের জন্য মসজিদে চলে গেলেন।
রাতের খাবার শেষে জামান সাহেব চিন্তা করতে লাগলেন কি সিদ্ধান্ত নিবেন। এক সময় উনি চিন্তা করার সময় পেতেন না। আর এখন শুধু ভেবে চিনতেই ওনার সময় চলে যাচ্ছে। ব্যাপারটা উনার কাছে অদ্ভুত লাগছে। হঠাৎ করে পৃথিবীটা অন্য রকম লাগছে। জীবনে শেষে উনি এখন সব কিছু অন্য ভাবে দেখতেছেন। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলেন জামান সাহেব।










