Image

ফ্রিতে বই পড়ুন E-Books Boitoi | Sheiboi | Muthoboi Apps


E-Books জন্য প্লে-স্টোরে অনেক অ্যাপ আপনি দেখতে পারবেন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেস্ট হল BoiToi । যদিও অনেকদিন ধরে ই-বুক অ্যাপ ব্যবহার করা হয় না। মুঠোবই ও আশা করি অনেক উন্নতি করেছে, আমি লাস্ট ২০২১ সালে চেষ্টা করেছিলাম

বইটই এই ইন্টারফেস আমার এত পছন্দ হয়েছিল যে আমি বই পড়ার জন্য একটা ট্যাবও কিনেছিলাম। কিন্তু পরবর্তিতে দেখলাম যে মোবাইল বা ট্যাব বই পরে ভালো লাগে না যেটা হার্ড কপির বই পরে মজা লাগে। কিন্তু তারপরও বইটই অ্যাপে অনেক বই আমি পড়েছি। ই-বুকের দাম প্রায় অর্ধেক হয় বা তারও কম হয়, তাই আপনি চাইলে সেটা কিনে আরেজনের সাথে আইডিটা শেয়ার করে দিলেন। তাহলে একসাথেই দুজনে বইটা পরে ফেলতে পারেন।

এছাড়া অনেক সময়ই ত বই বহন করা যায় না। সেক্ষেত্রে আপনি ছোট বইগুলি ই-বুক থেকেই পড়তে পারেন। বইটই এ অনেক বইয়ের সংগ্রহ আছে। অনেক সময় ভালো ডিসকাউন্ট ও পাওয়া যায়। আরেকটা ভাল ফিচার হল আপনি এই সপ্তাহে কোনদিন কতক্ষন বই পড়েছেন টাও দেখতে পারবেন। যা আপনার পড়ার উৎসাহ আরো বাড়িয়ে দিবে।

অসুস্থার কারণে আরও বিস্তারিত লিখতে পারছি না। চাইলে আপনারা বিস্তারিত জানার জন্য উপরের ভিডিওটা দেখতে পারেন।

Weekly Popular