Image

চ্যালেঞ্জ নেয়ার গল্প

এই চ্যালেঞ্জের বিষয়টি শুরু হয় ২০২০ সালে । আমার এক বন্ধু আমাকে 100 দিনের একটি চ্যালেঞ্জ সম্পর্কে বলে, বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং আমিও আমার 100 Days চ্যালেঞ্জের জন্য কিছু লিস্ট করি যা আমি বছরের শেষ ১০০ দিনে করব। সেই হিসেবে চ্যালেঞ্জটা শুরু হয় ২৩ শে সেপ্টেম্বর ২০২০ এ।

Image Not Found



যখন শেষ হয় তখন দেখা যায় যে আমি হয়তোবা চ্যালেঞ্জের ৫০% কমপ্লিট করতে পারিনি কিন্তু প্রতিদিন আমার কিছু না কিছু করা হয়েছে এবং কিছু ব্যাপারে নিজেকে অনেক পুশ দিয়ে করা হয়। যা পরবর্তিতে অনেক কনফিডেন্স গ্রো করে।

Image Not Found

এরপর থেকে আমি এই ১০০দিনের চ্যালেঞ্জটি কন্টিনিউ করি ২০২১, ২০২২, ২২০৩ সালে কিন্তু তারপর একটা জিনিস লক্ষ্য করি যে চ্যালেঞ্জের বেশ অনেক বিষয় থেকে যাচ্ছে যেগুলো আসলে ঠিক ভাবে করা হচ্ছে না এবং এই 100 Days চ্যালেঞ্জের পর আমি আবার আগের মত রুটিনে ফেরত চলে যাচ্ছি। তাই আমি গত বছর আমি জানুয়ারির প্রথম মাসে একটা চ্যালেঞ্জ নেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা ফেইল করে।

লাস্ট আমার ৭৫ দিনের ফিটনেস চ্যালেঞ্জটা ও YouTube থেকে মোটিভেট হয়ে নেওয়া যা এবার বেশ কার্যকর হয়েছে। এই পর থেকে আমি যেটা অনুভব করলাম নিজেকে ভালো লাগানুর জন্য ক্যারিয়ারের সাথে আমার প্রতি নয়ত কিছু না কিছু করা উচিত। নতুবা এই সময় গুলো মোবাইলেই চলে যায়।

এছাড়াও আপনি যখন ঘোষণা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার মাইসেট ও সেভাবে কাজ করে। ফেসবুকে পোষ্ট দেয়ার এই একটাই কারণ যে, তখন আমার মাইনসেট অন্য ভাবে কাজ করে। নিজে নিজে অনেক কিছুর চ্যালেঞ্জ নিলেও সেটা অনেক সময় স্কিপ হয়ে যায় কিন্তু যখন আপনি একটা জিনিস পাবলিকলি লিখে ফেলবেন তখন সেটা অনেক বেশি কার্যকর হয়।

এখন আপনি যদি ফেসবুকের সার্চে akash_2020, akash_2021,akash_2023 তাহলে আমার আগের চ্যালেঞ্জ গুলির পোস্টগুলি পেয়ে যাবে যদি আমার ফ্রেন্ড হয়ে থাকেন।

এই ছিল ছোট করে আমার চ্যালেঞ্জ নেয়ার গল্প। হয়তভাবে অন্য কোন দিন এই চ্যালেঞ্জ গুলি আমার কি কি জিনিস পরিবর্তে হেল্প করেছে তা ব্যাপারে বিস্তারিত লিখব।

Weekly Popular