সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট,তেজগাঁও।
২০১১ সালে এই কলেজটি ভর্তি হওয়া, যদিও আরেকটা কলেজে ভর্তি হয়ে গেছিলাম। এসএসসি পরিক্ষার রেজাল্টের পর মাত্র ৩ টা কলেজে অ্যাপ্লাই করি, ঢাকা কলেজ, সিটি কলেজ ও সরকারী বিজ্ঞান কলেজ। কিন্তু দেখি কোনটাতেই লিস্টে নাম নাই। শুধু আমার না, আমার মত স্কুলের অনেকের জিপিএ ৫.০০ থাকা সত্ত্বেও নাম ছিল না। তারপর দেখি অনেকে আরো অন্যান্য কলেজে অ্যাপ্লাই করেছিল, সেখানে ভর্তি হয়ে যাচ্ছে। কি যে একটা অবস্থা?
কলেজে ভর্তির সময় একটা ফ্রেন্ডের ভূমিকা ছিল। তার একটা ঘটনাও বলে ফেলি। মাত্র স্কুল থেকে বের হওয়া, আমি তখন কিছুই চিনা না। রাফি( ছন্ধনাম) আর আমি সিটি কলেজে যায়, ওয়েটিং লিস্ট থেকে নাকি আজকে ভর্তি নিচ্ছে। তাই ওর সাথে সিটি কলেজে যাই। কিন্তু গিয়ে মনে হয় জানতে পারলাম, আজকে ওয়েটিং লিস্টের নাম ডাকা শেষ। রাফি আবার মনে হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ( ভুল ও হতে পারে) আবেদন করেছিল, কারো মাধ্যমে জানতে পারে সেখানে ওয়েটিং লিস্ট থেকে নিচ্ছে। আমরা সেখানে চলে যায় এবং দেখি আসলেই এখন ভর্তি হতে পারবে। রাফি তার বাবাকে কল দেয়, কিন্তু উনি আসতে আসতে সিট ফিলআপ হয়ে যায়। কিন্তু আংকেল তার সাথে সে ব্যবহারটা করে সেটা … । যাই হোক, রাফি আমাকে রেখে চলে যায়। আমি পরে একটা ব্যবস্থা করে বাসায় আসি।

সবাই ভর্তি হয়ে যাচ্ছিল, টেনশন আরো বাড়ছিল। অবস্থা ব্যগতিক দেখে আমি ULAB কলেজে ভর্তি হয়ে যাই, ওইদিন রাফি কল দিয়ে বলেছিল যে আজকে সরকারি বিজ্ঞান কলেজে এত পর্যন্ত নিয়েছে, কালকে ইনশা-আল্লাহ আমাদের হয়ে যাবে। আসলেই পরের দিন কলেজে গিয়ে দেখি যে আমাদের হয়ে যাবে। এখন কি করা যায়? ULAB কলেজে তো সব কাগজ জমা দিয়ে দিয়েছি। আব্বা কোনভাবে ব্যবস্থা করে কাগজ নিয়ে আসে এবং আমার রুল আগে ডাকা হলে ও রাফি আর আমার রুল যাতে আগে পরে হয়, সেই জন্য এক সাথে জমা দেয়। কলেজে আমার রুল ছিল ৬৫৫, কলেজে ছাত্র ছিল মনে হয় ৭০০ বা ৭৫০। রাফিকে ধন্যবাদ। আমাদের স্কুল থেকেই মনে হয় আমার ১৫০ জন ভর্তি হয়েছিলাম।










