ডাবল স্ট্যান্ডার্ড ব্যাপার আসলেই অনেক গুরুত্বপূর্ন । আমরা অজানাভাবেই ডাবল স্ট্যান্ডার্ড জীবন যাপন করছি কিন্তু বুঝিতে পারছি না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ভালো করে বুঝা যাবে।
ধরুন একটা ফ্রেন্ড ফেসবুকের একজনের শোঅফ দেখে সমালোচনা করলো, ২ দিন পর দেখবেন সে আবার ফেসবুকে শো-অফ করেছে। এমন আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেখান আপনি ডাবল স্ট্যান্ডার্ড জীবন পারকরছেন কিন্তু বুঝতে পারছেন না বা নিজের মধ্যে আপনি সেটা দেখছেন না।
অথবা ধরুন আপনি পশ্চিমা দেশ নিয়ে সমালোচনা করেন কিন্তু আবার সেই দেশে যাওয়ার জন্য আপনি চেষ্টায় আছেন। তাদের সব কিছু সম্পর্কে আপনার সব জানা কিন্তু নিজের দেশ নিয়ে কিছু জানা নেই। আপনার ধ্যান ধরনা সব তাদের নিয়েই যদি আপনি তাদের খারাপ ব্যাপারগুলি জানেন।
আবার ধরুন আপনি বাইরে সবার সাথে ভালো ব্যবহার করেন কিন্তু বাসায় ধৈর্য্য ধরতে পারেন না। বাসায় প্রায় খারাপ ব্যবহার করেন আবার অন্যদেরকে ভাল ব্যবহার করা শিখা দেন। তাহলে আপনি ডাবল স্ট্যান্ডার্ড লাইফ লিড করছেন কিন্তু আপনি তা বুঝতে পারছেন না।
চাকরী, পড়াশোনা, বন্ধু সব খানে আপনি এই ডাবল স্ট্যান্ডার্ড ব্যাপারটা দেখতে পারবেন শুধু আপনাকে খেয়াল রাখতে হবে। আমি জানি আমিও হয়ত এখন অনেক ব্যাপারে এখন ডাবল স্ট্যান্ডার্ড আছি। ব্যাংকের চাকুরীর কোথায় ধরেন, অনেকেই ব্যাংকের সুদের ব্যাপার জানে, নিজে হয়ত এটা নিয়ে সমালোচনা করে কিন্তু আবার সেই এখন ব্যাঙ্কে জব করে বা জবের চেষ্টায় আছে।
চোখ বন্ধ করে আপনি ইত্তু চিন্তা করে দেখেন আগে অনেক বিষয় যে নিয়ে আপনি সমালোচনা করতেন হয়ত আজ আপনি সেই জিনিসগুলিই করছেন কিন্তু আপনার চোখে পরছে না।










