Image

টাকা কেন ধার দিবেন?

আমরা একটা কথা সবাই জানি টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়। কথাটা অনেক ক্ষেত্রেই সঠিক। আবার টাকা ধার দেয়ার কারনে সম্পর্ক আরও শক্ত হয়।

এবার আসি আসল কথায়, কেন আপনার টাকা ধার দেওয়া উচিত ? এটা আসল কারণ হল মানুষকে চিন্তে পারা। টাকা ধার দেওয়া ছাড়া একটা মানুষকে আপনি ভালোভাবে চিন্তে পারবেন না। চলুন আমার লাইফের একটা উদাহরন দেওয়া যাক, একজনের সাথে খুব অল্প দিনের পরিচয়, খুব ইস্তমিত করে একদিন টাকা ধার চায়। আমি দিয়ে দেই। ওই শেষেই অর্ধেক টাকা দিয়ে দেয়। বাকিটা পরে দিতে চাচ্ছে, ভালো কথা। এক মাস চলে যায় টাকা দেওয়া কোন খবর নাই । কিন্তু সেই মাসেই উনি ১৮০০০ নাকি ২০০০০ হাজার টাকা দিয়ে একটা বিড়াল কিনে। বাধ্য হয়ে টাকা চেয়ে ফেলি, তারপর টাকা দেয় না। অনেক দিন পর টাকা দেয়।

Image Not Found


এখানে দেখার ব্যাপারে হল আমার ধারের পরিমাণ খুব কম ছিল। মনে হয় ১০০০ টাকা পেতাম, তার আসলে টাকা সমস্যা ছিল না। মানসিকথায় সমস্যা ছিল। ঠিক একি রকম ঘটনা আরেক জনের সাথে হয়। উনি প্রথমবার ঠিকভাবেই টাকা দিয়ে দেয়। কিন্তু পরের বার কত কাহিনী। এখন এমন নয় যে আমি তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, কিন্তু তাদের আমার ভালভাবে চিনা হয়ে গেছে।

টাকা পরিমাণ বেশি না হলে টাকা ধার দিয়ে দিন। কারণ ১০০০-২০০০ টাকা দিয়ে যদি একজনকে চিন্তে পারেন সেটা আপনার জন্য বরং লাভ। অনেক সময় আমি নিজে থেকে ধার দিতে চাই, কারণ দুইটা উপকার করা ও তাকে চিনা। সে হয়ত জানেও যে এটা তার জন্য টেস্ট।

টাকা ধার চেয়েও কিন্তু মানুষ চিনা যায়। এটা এখনো চেষ্টা করা হয়নি ওইভাবে। কিন্তু অন্যভাবে একটা জিনিস করে দেখেছি, ওটা আপনার ও করা দরকার। ধরুন আপনার অফিসে কলিগ, তার সাথে আপনার ভালো সম্পর্ক, সে আপনার প্রতি কথা আন্তরিগ সেটা আপনি সহজে যাচায় করতে পারবেন। সেই হইত ছবি ইডিটিং ভাল করে, তার কাছে সহজ একটা হেল্প চান। দেখুন সে নিজে থেকে সেটা করে কিনা। নাকি আপনি কয়েকবার মনে করিয়ে দেয়ার পর সেটা বাধ্য হয়ে করে।

আমি এটা একবার পরীক্ষা করেছিলাম একজনের জন্য। সে আমার কাছে কয়েকবার টাকা ধার নিয়ে ছিল, তার স্কিল অনুযায়ী তার কাছে ছোট একটা হেল্প চেয়েছিলাম। সে করে দিয়েছিল কিন্তু অনেকবার বলার পর।

তাই আর চিন্তা না করে টাকা ধার দিতে দ্বিধাবোধ করবেন না। আমার বিশ্বাস লংটাইমে অনেক বেশি উপকার পাবেন।

Weekly Popular