Image

৫ বছর নিজেকে কোথায় দেখতে চান?

অনেক বই বা ইন্টারভিউতে আপনি এই প্রশ্নটা পাবেন। আমি তখন ভাবতাম একবছর হলে মানা যায় ৫ বছর পরের চিন্তা করে কি লাভ। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশ্নের আসল উদ্দেশ্য বুঝতে পারি, যদিও এখনো এই প্রশ্নের উত্তর এখনো অজানা।

আপনি অনেক বই পাবেন যে নিজেকে এক বছর পর কোথায় দেখতে চান তার পরিকল্পনা করুন তারপর তাকে মাস, সপ্তাহ ও দিনে নিয়ে আসুন। আসলে এই ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এটার উত্তর আপনার ভিশন বা সুস্পট ধারনা সম্পর্কে একটা বার্তা দেয়। কেউ স্কুলে পড়া অবস্থায়, কেউ কলেজে পড়া অবস্থায় বা ভার্সিটি পড়া অবস্থায় এটা ঠিক করে ফেলতে পারে। অনেকে হয়ত আরও পরে এই জিনিসটার গুরুত্ব বুঝতে পারে।

আমি এখন যতুটুকু এই প্রশ্ন নিয়ে বুঝতে পারি তা হল আপনার একটা স্পষ্ট লক্ষ্য থাকা, যা আপনাকে সময় অপচয় রোধ করে। এটা না থাকলে কোন না কোন ভাবে আপনার সময় নষ্ট হবেই। আর এটা ঠিক করে ফেলতে পারলে আপনি সময়ের অভাব পাবেন। ৫ বছর পরে লক্ষ্যটা যে কোন বিষয়ে হতে পারে যদি আমরা শুরু ক্যারিয়ার নিয়ে এই চিন্তা করে থাকি। একটা উদাহরন দিলে ব্যাপারটা সহজ হয়, ৫ বছর পর আমি চাই আরো সুন্দর করে কথা বলতে পারা, মানুষে সাথে মিশতে পারা, অন্যকে সাহায্য করতে পারা, একটা নিয়মানুবর্তিতা অনুসরণ করা, কিছু ভালো মেমোরি অর্জন করা, চিন্তা করার অভ্যাস গড়ে তোলা, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করা, আরও অনেক কিছু হতে পারে। কিন্তু এত গুলি অপশনের মধ্যে ফিল্টার করাটাই আসল পরীক্ষা। কোনটার অগ্রাধিকার বেশি সেটা বুঝতে পারা। যেমন আমি এখন জব করেছি, তার মানে ৫ বছর পর আমি জবের ক্ষেত্রে নিজেকে কোথায় দেখতে চাই এটা যত তারা ক্লিয়ার হতে পারব, তত তাড়াতাড়ি আমি আগাতে পারব। ধর্মের ক্ষেত্রে ও আমরা এই প্রশ্নটা করতে পারি যে ৫ বছর পর মুসলিম হিসাবে নিজেকে কোথায় দেখতে চাই।

অনেক ব্যাপারেই এই প্রশ্ন করা যায় কিন্তু উত্তর …… । একজন মেন্টর বা বড় ভাই হয়ত এই প্রশ্নের উত্তরে হেল্প করতে পারে কিন্তু আমি ওইভাবে কোন সময় মেন্টর বা বড় ভাই পাইনি বা খুজিনি।

আমি যদি এই প্রশ্নের উত্তর ঠিক করে ফেলতে পারেন তাহলে কিভাবে করেছেন তার উত্তর কমেন্টে আশা করছি।

Weekly Popular