আমি যখন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয় তখন প্রাইভেট ভার্সিটি সম্পর্কে আমার কোন ধারনা ছিল না। এমন কি তখন হয়ত আমি ৩ টার বেশি প্রাইভেট ভার্সিটির নাম ও জানতাম না।
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর অনেক সিনিয়রের সাথেই ফেসবুকে অ্যাড হই। এক সিনিয়র ভাইকে জিজ্ঞাস করেছিলাম, ভার্সিটি লাইফ নিয়ে। তখন তিনি বলেছিলেন প্রথম সেমিস্টারটাই গোল্ডেন টাইম এবং এটাই শুধু মনে থাকবে। তখন ব্যাপারটা বুঝি নাই। কিন্তু পরের সেমিস্টার থেকেই জিনিসটা বুঝতে পারি উনি কেন এটা বলেছিলেন। উনি ১০০% রাইট ছিল।
আমার ভার্সিতে ছিল ওপেন ক্রেডিট সিস্টেম, মানে আপনি নিজের পছন্দ মত টাইমে ক্লাস নিতে পারবেন সেকেন্ড সেমিস্টার থেকে। তার মানে প্রথম সেমিস্টারে যাদের সাথে ক্লাস করেছেন কোন ভাবেই তাদের সবাই সাথে আর ক্লাস করতে পারবেন না। হয়ত ৩- ৪ জন মিলে একই টাইমে নিতে পারবেন। সেকেন্ড সেমিস্টারে যাদের সাথে নতুন করে পরিচিত হয়েছেন থার্ড সেমিস্টারে গিয়ে তাদের আর পাবেন না। তাই সবাই ২-৫ জনের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে বা অনেকে একাই ক্লাস করতে থাকে। আর খারাপ ব্যাপার হল প্রথম ক্লাস যাদের সাথে ক্লাস করেছেন, সেকেন্ড ক্লাসে আবার সবাই নতুন।

প্রথম সেমিস্টারে যখন আমরা সবাই এক সাথে সব ক্লাস করতাম সবার মধ্যে ভালো লাগা কাজ করত। কারণ সবাই সবাইকে চিনে, সমান বয়সের ছিলাম সবাই। সবাই সবাইকে হেল্প করত, আড্ডা দিত, খুবই চমৎকার একটা সেমিস্টার ছিল যেমনটা বড় ভাই বলেছিল। এমন কি সবাই মিলে আমার ক্লাস মিসও করেছিলাম যেটা নিয়ে পরে একজন ম্যাডাম অনেক ঝামেলাও করেছিল। কিন্তু সবাই পরীক্ষা থেকে শুরু করে সব ব্যাপারে হেল্পফুল ছিল। কিন্তু আস্তে আস্তে সবার দুরুত্ব বেড়ে যায়।
ওপেন ক্রেডিট একটা সুবিধা বলতে পারেন সেটা হল আপনি কম সাবজেক্ট নিতে পারেন অ্যাপ্লিকেশান এর মাধ্যমে।
আমি বলব আপনি যেই প্রাইভেট ভার্সিটে ভর্তি হওয়ার চিন্তা করেন না কেন, চেষ্টা করেন ফিক্সড ক্রেডিট এর ভার্সিটিতে ভর্তি হওয়ার। না হলে একটা সময় মনে হবে কবে এই ভার্সিটি থেকে কবে বের হব। কয়েকজনের হয়ত ওপেন ক্রেডিট ভাল লাগতে পারে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের ভালো লাগে না। এমন হতে পারে একটা ক্লাসে আপনার কেউ পরিচিত নাই এবং আপনি সবার জুনিয়র। এছাড়াও ব্রেক টাইমে আমি একা বসে সময় পার করছেন।

এমন হতে পারে আপনাদের ১০ জনের একটা গ্রুপ হয়ে গেলো যারা এক সাথে সব কোর্স নিচ্ছেন তখন হয়ত আপনি এই সমস্যা পাবেন না। কিন্তু খুব কম ক্ষেত্রেই এটা হয়।
ফিক্সড ক্রেডিটে হয়ত আপনার টাইম নিয়ে কিছু সমস্যা হতে পারে কিন্তু ৪০ জনের মধ্যে একটা শক্ত সম্পর্ক হবে যা সারা জীবন থাকবে।
আমার মতে আপনার অবশ্যই উচিত ফিক্সড ক্রেডিট এর ভার্সিটিতে ভর্তি হওয়া উচিত।


